‘হামাস ইসরাইলের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত’

  29-03-2017 07:36AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাদের শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যার প্রতিশোধ নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। সংগঠনটি জানিয়েছে, বর্বরোচিত এ হত্যাকাণ্ডের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল যে 'নতুন চ্যালেঞ্জ' ছুঁড়ে দিয়েছে এর মোকাবেলায় হামাস অলস বসে থাকবে না।

হামাসের শীর্ষস্থানীয় নেতা মাজেন ফুকাহার হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সংগঠনটির নেতা খালেদ মাশাল সোমবার কাতার থেকে এ বক্তব্য দেন। মাশাল বলেন,'ফুকাহাকে হত্যার মাধ্যমে শত্রু আমাদেরকে এই বার্তাই দিয়েছে যে,সে আমাদের বিরুদ্ধে একধাপ পয়েন্ট অর্জন করেছে এবং এমনকি গাজার কেন্দ্রে গিয়েও আমাদের একজন বীরকে হত্যা করার সক্ষমতা তার রয়েছে।'

তিনি আরো বলেন, 'হামাসের সামরিক এবং রাজনৈতিক নেতারা দখলদার ইসরাইলের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। ইহুদিবাদী দখলদাররা একজন মহান বীরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে এবং এর জন্য আমরা অলস বসে থাকব না।'

শুক্রবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বন্দুকধারীরা ফুকাহকে তার বাড়ির সামনেই গুলি করে হত্যা করে। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নেতৃত্ব দিচ্ছিলেন ফুকাহ। ফুকাহার হত্যাকাণ্ডের পর হামাস এক বিবৃতিতে এই 'ঘৃন্য অপরাধের'জন্য ইসরাইল এবং তার দোসরদেরকে দায়ী করেছে। মাশাল বলেন, আমাদের ইচ্ছা শক্তি তাদের অস্ত্রের চেয়ে অধিক শক্তিশালী এবং আমরা একদিন তাদেরকে পরাজিত করবই।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন