কাশ্মীরে সংঘর্ষ, ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৩

  29-03-2017 08:23AM

পিএনএস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বাডগামে ভারতীয় বাহিনীর সঙ্গে এলাকাবাসীর সংঘষে গুলিবিদ্ধ হয়ে তিন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ঘটনায় পেলেটগান, টিয়ার গ্যাসের সেল নিক্ষেপে আহত হয়েছে অন্তত ১৭ জন।

মঙ্গলবার বাডগাম জেলার চাদুরাতে কথিত গেরিলাদের খোঁজে অভিযান চালানোর সময় স্থানীয় মানুষের সঙ্গে ভারতীয় বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তিন জন নিহত হন।

এ দিন প্রথমে জাহিদ রশিদ নামে এক যুবক ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে সাকিব আহমেদ নামে এক তরুণ গুলিতে নিহত হন। তার বুকে গুলি লেগেছিল। নিহত আরেক যুবকের নাম ইশফাক আহমেদ।

চাদুরা এলাকায় কথিত গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে ভারতীয় বাহিনী মঙ্গলবার ওই এলাকাটি ঘিরে ফেলে। এ সময় গেরিলারা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এরপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ শুরু হয়।

এক কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেলেট গানের ছররা গুলি এবং কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। এতে কয়েকজন আহত হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন