ডেনমার্কে উবারের কার্যক্রম বন্ধ ঘোষণা

  30-03-2017 02:48PM

পিএনএস ডেস্ক: নতুন ট্যাক্সি আইনের কারণে ডেনমার্ক থেকে সেবা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবার। আগামী ১৮ এপ্রিল থেকে দেশটিতে সেবা বন্ধ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের বিভিন্ন দেশেই অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নতুন ট্যাক্সি আইন করা হচ্ছে। অনেক দেশের ট্যাক্সি চালকরা দাবি করেছেন উবার চালকরা পেশাদার লাইসেন্স পেতে বাড়তি সুবিধা পাচ্ছেন। এদিকে উবারের তথ্যমতে, ডেনমার্কে ২ হাজার ড্যানিশ চালক এবং তিন লাখ রাইডার তাদের এই অ্যাপ ব্যবহার করছে।

এ বিষয়ে উবারের পক্ষ থেকে এক প্রতিবেদনে জানানো হয়, তারা ডেনমার্কে তাদের কার্যক্রম চালিয়ে যেতে ইচ্ছুক। এবং ডেনমার্ক পরবর্তীতে তাদের আইন পরিবর্তন করলে আবারও কার্যক্রম চালাবে প্রতিষ্ঠানটি। তবে উত্তর ডেনমার্কে উবারের সফটওয়্যার ডেভেলপমেন্ট বিভাগটি সরিয়ে নেবেনা উবার।

সূত্র: রয়টার্স


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন