ব্রাদারহুডের পক্ষ নেয়ায় অধ্যাপকের ১০ বছরের জেল

  31-03-2017 02:20AM


পিএনএস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে মুসলিম ব্রাদারহুডের পক্ষে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি করায় এক অধ্যাপককে ১০ বছরের জেল দেওয়া হয়েছে। তবে আদালতের এ রায়ের নিন্দা জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে তা মত প্রকাশের স্বাধীনতার উপর বাধা।

আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, আবু ধাবিতে সামাজিক মাধ্যম তথা অনলাইনে কর্মকর্তা চালানোর জন্য এক নাগরিককে জেল দেওয়া হয়েছে। আদালত বলছে, মুসলিম ব্রাদারহুডের মতো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ছিল তার। সামাজিক মাধ্যমে তার আপলোড করা ছবি দেশটির পররাষ্ট্রনীতি বিরোধী ছিল।

অ্যামেনেস্টি বলছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম নাসের বিন গাইথ। সংস্থাটির মধ্যপ্রাচ্যের গবেষণা বিষয়ক উপ পরিচালক লিন মালুফ বলেন, ‘তার শান্তিপূর্ণ টুইটের ফলে সরকারের এধরনের পদক্ষেপ প্রমাণ করে যে আমিরাতে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নেই। সুনির্দিষ্ট কোন পোস্টের জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। ২০১৫ সালে ওই অধ্যাপককে গ্রেফতারের আগেও তিনি অনেক টুইট করেছেন। রয়টার্স

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন