‘যুক্তরাষ্ট্র ছাই হয়ে যাবে’

  21-04-2017 02:10PM

পিএনএস ডেস্ক: আগাম প্রচণ্ড শক্তিশালী হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়া বলেছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ছাই হয়ে যাবে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পিয়ংইয়ংয়ের ওপর চাপ তৈরির চিন্তাভাবনা করছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এমন মন্তব্য করার এ হুমকি দেয়া হল।

উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপত্র রোডং সিনুমনে প্রকাশিত বিবৃতিতে এ হুমকি দেয়া হয়। এতে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের প্রচণ্ড শক্তিশালী আগাম হামলায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সাম্রাজ্যবাদ বাহিনী এবং তার চারপাশই কেবল নির্মূল হয়ে যাবে না বরং মার্কিন মূল ভূখণ্ডও ছাই হয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে চাপ সৃষ্টির সব পথ ওয়াশিংটন খতিয়ে দেখছে বলে মন্তব্য করার একদিন পরই এ হুমকি দেয়া হলো।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন