ভেনেজুয়েলায় প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে নিহত ১২

  22-04-2017 03:46PM

পিএনএস ডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে টানা দুইদিনের বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন। এদিকে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পর্যন্ত দেশটির রাজধানী কারাকাসে চলামান এ বিক্ষোভে গত তিন সপ্তাহে নিহতের সংখ্যা ২০ জন ছাড়ালো। দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাতে শনিবার এ খবর জানায় কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এ ঘটনার জন্য বিরোধী দলকে দায়ী করে দেশটির ভাইস প্রেসিডেন্ট তারেক এল অ্যাইসামি বলেন, বিরোধী দলের নেতৃত্বে দেশ এখন অযৌক্তিক সহিংসতার মুখোমুখি।

জানা গেছে কারাকাসের দক্ষিণ, পশ্চিম ও পূর্ব সড়কে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে স্থানীয় পুলিশ। এতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সহিংসতার ১২ জন নিহতের ঘটনা ঘটে। নিহতদের বয়স ১৭ থেকে ৪৫ বছরের মধ্যে।

উল্লেখ্য, মূলত অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করেই ভেনেজুয়েলা প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে এই বিক্ষোভ। এর আগেও কারাকাসে বেশ কয়েকবার প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভ হয়েছে। তবে এবারের বিক্ষোভকে সবচেয়ে ভয়াবহ বলে মনে করছেন অনেকে।


পিএনএস : জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন