‘মাইকে আজানের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই’

  23-04-2017 12:50AM

পিএনএস ডেস্ক: মাইকে আজান দেয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ভারতের মুম্বাইয়ের মাওলানা মোহাম্মদ আলি ওরফে বাবুভাই।

এ বিষয়ে মুম্বাই হাইকোর্টে মামলাও করেছেন। কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আদালতে বোঝানোর চেষ্টা করেছেন, মাইকে আজান দেয়ার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।

মাইকে আজান দেয়া নিয়ে বহুদিন ধরেই তৎপর রয়েছেন মোহাম্মদ আলি। মাইকে আজান দেয়াকে ইসলাম বিরোধী বলেও দাবি করেছেন তিনি।

মোহাম্মদ আলির মতে, মসজিদে মাইকে আজান দেয়া অ-ইসলামি। লাউডস্পিকার ইসলামের অঙ্গ নয়, এটা কোনো মৌলিক অধিকারও নয়। প্রায় দেড় হাজার বছর আগে ইসলাম প্রচারের সময় এর প্রচলন ছিল না। লাউডস্পিকার বন্ধ করে দিলে তা ইসলাম বিরোধী হবে না।

কোনো আইনজীবী দিতে না পারায় আদালতে নিজেই বক্তব্য দিয়েছেন মোহাম্মদ আলি। কোরআনের মারাঠি অনুবাদও আদালতে জমা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইতোমধ্যেই মোহাম্মদ আলির বক্তব্যকে সমর্থন করে মুম্বাই, মধ্যপ্রদেশে ও উত্তর প্রদেশে মোট ১২টি মসজিদে মাইকে আজান দেয়া বন্ধ হয়েছে। এ নিয়ে মোহাম্মদ আলির বিরোধিতাও করেছে একাধিক মহল।
সূত্র: ইন্ডিয়া.কম

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন