সরকারের দৃষ্টি আকর্ষণে ইঁদুর কামড়ে প্রতিবাদ

  23-04-2017 07:51AM



পিএনএস ডেস্ক: ভারতের খরা-পীড়িত রাজ্য তামিল নাডুর কৃষকরা তাদের দুর্দশার প্রতি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব সব প্রতিবাদের পন্থা বেছে নিয়েছেন। কেউ দাঁত দিয়ে জ্যান্ত ইঁদুর কামড়ে ধরে, কেউ বা মানুষের মাথার খুলি হাতে নিয়ে তাদের ভাষায় 'সরকারি উপেক্ষার' প্রতিবাদ জানাচ্ছেন। তারা দাবি করছেন এসব মাথার খুলি তাদেরই - যারা আত্মহত্যা করেছেন।

এই বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন রাজধানী দিল্লির যন্তরমন্তর এলাকায় - যেখানে বিক্ষোভ প্রদর্শন বৈধ। তারা এখানে তাঁবু ফেলে অবস্থান করছেন।

তামিল নাড়ুর অন্তত ৩২টি জেলায় গত দু বছর ধরে প্রচন্ড খরা চলছে। বিভিন্ন কারণে ১৭ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছে। অনেকে প্রতিবাদ জানাতে মাথার চুল অর্ধেকটা কামিয়েছেন, কেউ মহিলাদের শাড়ি পরে আছেন, কেউ নিজের হাত কেটে রক্ত বের করেছেন, আবার কেউ বা নিজের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করেছেন।

কেউ বা প্রচন্ড গরম পিচ-ঢালা রাস্তায় গড়াগড়ি দিয়েছেন। এই কৃষকরা দাবি করছেন তাদের দুর্দশা কাটানোর জন্য সরকারি ত্রাণ, ঋণ মওকুফ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হোক। ভারতের সবচেয়ে উন্নত রাজ্যের লোক হয়েও এদের কেউ বা রাস্তা থেকে কুড়িয়ে খাবার খেয়েছেন। কেউ কেউ দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসের সামনে উলঙ্গ হয়ে বিক্ষোভ করেছেন, কারণ মি. মোদি তাদের সাক্ষাত দিতে চাননি।

একজন গাছে দড়ি বেঁধে ফাঁসি দেবারও চেষ্টা করেন, তবে দমকলের লোকেরা তাকে নামিয়ে আনে। বিবিসির সৌতিক বিশ্বাস লিখছেন, রাজধানী দিল্লির সংবাদমাধ্যমগুলোয় নানা ধরণের প্রতিক্রিয়া দেখা গেছে।

তামিলনাডুতে দু বছর ধরে প্রচন্ড খরা চলছে কেউ কেউ এসব বিক্ষোভকে উদ্ভট পাগলামি বলে ধরে নিয়েছেন। কিন্তু অন্য অনেকে তাদের দুর্ভোগের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। বিবিসি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন