নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও, সমালোচনায় জাতিসংঘ

  25-04-2017 03:25PM

পিএনএস, ক্রীড়া ডেস্ক : জাতিসংঘের দুজন বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শনের পর তার সমালোচনা করেছে সংস্থাটি

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শন করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সরকার। এর ব্যাপক সমালোচনা করেছে জাতিসংঘের কর্মকর্তারা। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন সাংবাদিকদের এমন ভিডিও দেখানো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য অত্যন্ত পীড়াদায়ক।

তাছাড়া এটি ঘটনার তদন্তেরও ক্ষতি করবে।এই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন গবেষক মাইকেল শার্প ও সুইডেনের জেইডা কাতালানকে হত্যার দৃশ্য। তারা কঙ্গোর কাসাই এলাকায় গণকবর নিয়ে গবেষণা করছিলেন। গত মাসে তাদের মরদেহ পাওয়া গেছে। কঙ্গোর সরকার বিরোধী এক মিলিশিয়া ঐ হত্যাকাণ্ড চালিয়েছে বলে সরকারের দাবি। কঙ্গোর সরকার বলছে ঐ ভিডিওতে সেটিই ফুটে উঠেছে।
সরকারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের যে অভিযোগ উঠেছে সেই ভ্রান্তি দুর করার জন্যেই তারা সাংবাদিকদের ভিডিওটি প্রদর্শন করেছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন