পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

  25-04-2017 04:58PM

পিএনএস ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে কুররম জেলায় রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে যাত্রীবাহী বাসের ছয় শিশুসহ দশজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৩ জন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তা মাজিদুল্লাহ জানান, ইসলামাবাদ থেকে প্রায় ২৫কি.মি. উত্তরে কুররম থেকে সাদ্দা জাওয়ার সময় গোদার গ্রামে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।

তিনি আরও বলেন, বাসটিতে ২৩ যাত্রী ছিল। নিরাপত্তা কর্মীরা এলাকাটিতে অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হেলিকাপ্টার যোগে গুরুতর আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কুররম জেলাটি আফগান সীমান্তের খুব কাছে। কিছুদিন আগে শিয়া অধ্যুষিত এই অঞ্চলে মসজিদসহ বিভিন্ন স্থাপনায় লাগাতার বোমা হামলার ঘটনা ঘটেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন