আফগানিস্তানে আইএস-তালেবান সংঘর্ষে নিহত ৯১

  27-04-2017 12:11PM

পিএনএস ডেস্ক: আফগানিস্তানে জঙ্গি সংগঠন আইএস ও তালেবানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তালেবানের ৭৬ জন ও আইএসের ১৫ জঙ্গি নিহত হয়েছে।

২৬ এপ্রিল বুধবার দেশটির উত্তর জাজ্জন প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র মোহাম্মদ রেজা গাফুরি।

তিনি জানান, উত্তরের জাজ্জন প্রদেশে বুধবার এ সংঘর্ষে তালেবানের ৭৬ জন ও আইএসের ১৫ জঙ্গি নিহত হয়। আইএস তালেবানদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তালেবানরাও জবাব দিতে গেলে সংঘর্ষ বাঁধে।

তিনি আরো বলেন, এ সংঘর্ষে তালেবান অধ্যুষিত দুটি জেলা দখলে নিয়েছে আইএস।

আফগান পুলিশ অফিসার হাফিজ কাশই বলেন, প্রত্যন্ত এলাকায় এ সংঘর্ষ হওয়ায় কোনও সাধারণ মানুষ হতাহত হয়নি।

উল্লেখ্য, জঙ্গি সংগঠন দুটি ইরাক ও আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের পর ইসলামি শাসন প্রতিষ্ঠার নামে বিভিন্ন দেশে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন