আমরা দিল্লী দখল করব, অমিত শাহকে মমতার হুমকি

  28-04-2017 02:26PM


পিএনএস ডেস্ক: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর দেয়া চ্যালেঞ্জ গ্রহণ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বিজেপির হুমকিতে ভীত নই, আমরা দিল্লী দখল করব।

শুক্রবার বিজেপি নেতা অমিত শাহর দেয়া হুমকির জবাব কঠোরভাবেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা।

অমিত শাহ পশ্চিমবঙ্গে দুইদিনের সফরে আসেন। তার দল বিজেপির প্রভাব খুবই কম ভারতীয় এ প্রদেশে। তাদের কার্যক্রম ও প্রভাব বাড়ানোর জন্য তিনি এ সফরে আসেন। সফরে থাকাকালীন তিনি জানান, সকল তৃণমূল কংগ্রেসের নেতাদের জেলে দেওয়া হবে।

এর জবাবে মমতা বলেন, আপনারা কেন তৃণমূলকে ভয় পাচ্ছেন? তৃণমূলের হাতে আগামী দিনে সব কিছু থাকবে এ জন্য? যারা আমাকে চ্যালেঞ্জ করেছে আমি তাদের চ্যালেঞ্জ নিলাম। আমরা দিল্লিও দখল করব।

বিজেপি তৃণমূলকে ভয় দেখাচ্ছে অভিযাগ করে তিনি আরো বলেন, তারা দিল্লি থেকে মিথ্যা কথা ছড়ানোর জন্য এসেছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের জন্য তারা খুবই ব্যস্ত। তারা গুজরাটকে সামলাতে পারে না আবার পশ্চিমবঙ্গের দিকে নজর দিচ্ছে।

অমিত শাহ অভিযোগ করেন, মমতার আমলে পশ্চিমবঙ্গে বেকারত্ব ও সহিংসতা বেড়ে গেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন বিজেপি ছাড়া অসম্ভব। সূত্র: এনডিটিভি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন