‘নিরাপত্তার যথাযথ মূল্য দিচ্ছে না সৌদি’

  29-04-2017 06:45AM



পিএনএস ডেস্ক: সৌদি আরবকে নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে রিয়াদ যথাযথ মূল্য পরিশোধ করছে না বলে অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সত্যি বলতে কি, সৌদি আরবকে রক্ষা করতে যেয়ে আমেরিকাকে প্রচুর অর্থ গচ্ছা দিতে হচ্ছে কিন্তু আমেরিকার সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করছে না সৌদি আরব।

২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময়ে তেল সমৃদ্ধ রাষ্ট্রটির সঙ্গে মার্কিন সম্পর্কের বিষয় নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। সৌদি আরবকে সুরক্ষা দেয়ার বিনিময়ে আমেরিকার কতোটা আর্থিক লাভ হচ্ছে সে প্রশ্ন তুলে ছিলেন। অবশ্য জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর সে অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প।

গত মাসে সৌদি আরবের ক্ষমতাশালী উপ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউজে স্বাগত জানান তিনি। এ বৈঠককে সৌদি কর্মকর্তারা রিয়াদ-ওয়াশিংটনের মধ্যে ঐতিহাসিক মোড় পরিবর্তন বলে অভিহিত করেছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন