তুরস্কে উইকিপিডিয়া সাথে ফেসবুকও বন্ধ

  30-04-2017 04:07PM

পিএনএস ডেস্ক:অনলাইন তথ্যকোষ উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে তুরস্ক। জাতীয় স্বার্থের জন্য হুমকি উল্লেখ করে এটি বন্ধ করে দেয়া হয়েছে।

এ ছাড়া দেশটিতে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে বলে খবর জানিয়েছে বিবিসি। তবে সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধের কথা স্বীকার করেনি দেশটি।

শনিবার উইকিপিডিয়া বন্ধের ঘোষণা দিয়ে দেশটির তথ্য মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন প্রকাশ করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সন্ত্রাসবাদ সমর্থনকারী’ লেখকদের লেখা সরাতে বারবার উইকিপিডিয়াকে অনুরোধ করেছিল সরকার। কিন্তু আপত্তিকর ওই সব লেখা না সরানোয় উইকিপিডিয়া সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, শনিবার সকাল থেকেই তুরস্কের মানুষ সামাজিক যোগাযোগের মাধ্যমসহ উইকিপিডিয়ায় প্রবেশ করতে পারছিল না। ঢোকার চেষ্টা করা হলে কিছুক্ষণ লোডিং হওয়ার পর সার্ভার টাইম আউট দেখায়।

এদিকে, উইকিপিডিয়া বন্ধের প্রতিক্রিয়ায় অনলাইন এই তথ্যকোষটির প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস এক টুইটবার্তায় বলেছেন, ‘তথ্য মানুষের মৌলিক অধিকার। তুরস্কের জনগণ, তোমরা এর জন্য লড়াই কর, আমি সব সময় তোমাদের পাশে আছি।’

তবে ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন