পাকিস্তানে চার আসামির ফাঁসি কার্যকর

  18-05-2017 01:46AM



পিএনএস ডেস্ক : পাকিস্তানে সামরিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া চার আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, বুধবার এসব আসামিকে ফাঁসিতে ঝুঁলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, এই আসামিরা সন্ত্রাস, নিরপরাধ বেসামরিক লোকজন হত্যা, মসজিদে হামলা, শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে দোষী প্রমাণিত হয়েছে।

দোষী সাব্যস্ত চার আসামিই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবানের সদস্য ছিলেন। সামরিক আদালত তাদের মৃত্যুদণ্ড দেন।

যে চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তারা হলেন- আহমেদ আলী, আসগার খান, হারুন-উর রশিদ ও গুল রেহমান।

পাকিস্তানে সামরিক আদালতের বিরুদ্ধে স্থগিতাদেশ প্রত্যাহারের এ পর্যন্ত বেশ কয়েকটি মামলায় প্রায় অর্ধশতাধিক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

বেলুচিস্তানের আর্মি পাবলিক স্কুলে তালেবানের হামলায় ১৩৯ শিশুসহ ১৫০ জন মারা যাওয়ার পর সামরিক আদালত পুনঃপ্রতিষ্ঠার ঘোষণা দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর পাকিস্তানের পার্লামেন্ট তা অনুমোদন করে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন