অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত বন্ধের সিদ্ধান্ত সুইডেনের

  20-05-2017 12:08AM


পিএনএস ডেস্ক: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইডেন।

সুইডেনের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক ইতোমধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।

গ্রেপ্তার এড়াতে জুলিয়ান অ্যাসাঞ্জ ২০১২ সাল হতে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নিয়ে সেখানেই থাকছেন।

জুলিয়ান আশংকা করেন যে তাকে গ্রেপ্তার করে সুইডেনে পাঠানো হলে সুইডিশ কর্তৃপক্ষ সেখান থেকে আবার যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে।

হাজার হাজার গোপন সামরিক ও কূটনৈতিক দলিল ফাঁস করার কারণে তাকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।

জুলিয়ান অ্যাসাঞ্জ সব সময় তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করে এসেছেন।

তবে সুইডিশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত বন্ধ করলেও তিনি এখনো গ্রেপ্তারের ঝুঁকির মধ্যেই আছেন। ইকুয়েডরের দূতাবাস ছেড়ে বেরিয়ে এলে তাকে ব্রিটিশ কর্তৃপক্ষ গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে পারে। সূত্র: বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন