বাগদাদে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ

  20-05-2017 07:29AM


পিএনএস ডেস্ক: পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল বাগদাদ। শুক্রবারের এই বিস্ফেরণের স্থল দক্ষিণ বাগদাদের আবু দশির চেকপয়েন্টে।

জানা গিয়েছে, চেক পয়েন্টের কাছেই পরপর দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২১ জন। ইরাকি পুলিশের আশঙ্কা বাড়তে পারে হতাহতের সংখ্যা।

মৃতদের মধ্যে রয়েছেন তিনজন পুলিশ কর্মী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, মনে করা হচ্ছে ঘটনমার পিছনে আইএসের হাত রয়েছে। পরপর জোড়া বিস্ফোরণে। এই বিস্ফোরোণের পিছনে আইএস জঙ্গি সংগঠনেরই হাত আছে বলে মনে করা হচ্ছে।

ঘটনার পর থেকে বাগদাদ জুড়ে জারি হয়েছে কড়া নিরাপত্তা। চলছে নাকা তল্লাশি। আশাপাশের অঞ্চলেও তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন