জঙ্গি দমনে আফগান বাহিনীর নতুন অভিযানে ১১৩ জঙ্গি নিহত

  20-05-2017 12:27PM

পিএনএস ডেস্ক: জঙ্গি দমনে নতুন করে বড় আকারের অভিযান শুরু করেছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী। দেশটির কয়েকটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর নতুন এই অভিযানে অন্তত ১১৩ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া, কমপক্ষে ৫০ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে শুক্রবার আফগান সরকার জানায়, আফগান জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী গত ২৪ ঘণ্টায় আলাদা আলাদাভাবে কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী এ অভিযানের সময় জঙ্গিদের অস্ত্র দখল করেছে এবং রাস্তার ধারে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে। এ অভিযান দেশটির ৩৪টি প্রভিন্সের মধ্যে কমপক্ষে ১৭টিতে পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয়।

প্রসঙ্গত, গত দু’বছরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী চলে যাওয়ার পর থেকে দেশটিতে তালেবান জঙ্গিদের বাড়তে থাকা হামলা ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনী আপ্রাণ লড়াই করে যাচ্ছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন