আবারও পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  21-05-2017 04:58PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফের পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রবিবার বিকেলে প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা এ চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চীফ অব স্টাফের কার্যালয়।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ পরীক্ষা চালালেন কিম জং উন। এর আগে ভারী পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতা যাচাই করতে নতুন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং এলাকা থেকে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর প্রায় সাতশ কিলোমিটার পর্যন্ত উড়ে জাপান সাগরে গিয়ে পড়ে। গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দাবী করেছিল যে, পিয়ংইয়ং নতুন কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়নি।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর ৫শ কিলোমিটার দূরে আঘাত হেনেছে।

সূত্র: বিবিসি


পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন