কাশ্মীর সীমান্তে ফের ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলিতে তিন সেনাসহ নিহত ৭

  22-05-2017 12:50AM


পিএনএস ডেস্ক: ভারত অধ্যুষিত জম্মু–কাশ্মীরের নওগাম সেক্টর সীমান্তে অনুপ্রবেশকারী ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৩ সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সেনা সদস্যরা সীমান্তে পাহারা দেয়ার সময় কয়েকজন অনুপ্রবেশকারী সীমান্তে প্রবেশ করতে চাইলে সেনা সদস্যরা তাদের প্রবেশে বাধা দেয়। এসময় অনুপ্রবেশকারীরা সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। জবাবে সেনা সদস্যরাও গুলি ছুঁড়ে। আর এতে শনিবার রাতেই দুই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। এর পর প্রায় ৩৬ ঘণ্টা চলে এই গোলাগুলি। এসময় একজন সেনা সদস্যসহ আরোএকজনের এক মৃত্যু হয়।

পরে রবিবার বিকেল পর্যন্ত চলা সংঘর্ষে সেনা সদস্যদের গুলিতে আরো এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয় এবং অনুপ্রবেশকারীদের গুলিতে আরো দুই সেনা সদস্য নিহত হন। সংঘর্ষস্থল থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি বলেছেন, ‘অনুপ্রবেশ রুখে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা।’

কলকাতা ভিত্তিক আজকাল অবলম্বনে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন