ট্রাম্পের বিতর্কিত বক্তব্যে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া হামাসের

  22-05-2017 10:58PM


পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সৌদি আরবে তার ভাষণের সময় আল-কায়েদা ও আইএসের মত শীর্ষ সন্ত্রাসীদের নামের সঙ্গে হামাসের নাম উল্লেখ করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

হামাসের অভিযোগ, আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কিত মন্তব্যগুলি ইসরাইলের সঙ্গে পক্ষপাতদুষ্ট।

হামাস নেতা আল-মাসরি বলেন, ট্রাম্প ফিলিস্তিনি সমস্যা নিয়ে দ্বৈতনীতি অবলম্বন করেছে। তিনি ট্রাম্পকে দ্বৈতনীতি পরিহার এবং ভুক্তভোগী ফিলিস্তিনি জনগণের পক্ষে কাজ করতে বলেন।

হামাস সবসময় ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবে বলেও জানান।

সামিটে সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্প মধ্যপ্রাচ্যে বিপর্যয়ের জন্যে ধর্মান্ধতাকে দায়ী করেছেন এবং আইএস, আল-কায়েদা, হিজবুল্লাহ, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী এবং ভয়াবহ ধ্বংসের সৃষ্টিকারী বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র মৃতের সংখ্যা গণনা করলেই চলবে না বরং প্রজন্মের স্বপ্ন বিলুপ্তও গণনা করতে হবে।

‘কিছু অনুমান রয়েছে যে শতকরা ৯৫ ভাগ সন্ত্রাসী হামলার জন্য মুসলিমরা নিজেদেরাই দায়ী।এটি মহাকাব্যিক অনুপাতের একটি ট্রাজেডি। এই দুঃখ দুর্ভোগের কোন বর্ণনা নেই; যার পূর্ণ পরিমাপ অস্বম্ভব।’ তিনি আরো বলেন। সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন