যুক্তরাজ্যে কনসার্টে বোমা হামলাকারী ‘শনাক্ত’

  23-05-2017 11:05AM

পিএনএস ডেস্ক: যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে কনসার্টে বোমা হামলাকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির পুলিশ। বোমা হামলার আগে ওই ব্যক্তিকে কনসার্টের অ্যারেনায় দেখা যায়। তিনিই এই হামলার সঙ্গে জড়িত বলে ধারণা করছে ম্যানচেস্টার পুলিশ।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। আরিয়ানার গান শেষ হওয়ার পর পরই রাত সাড়ে ১০টার দিকে বোমা বিস্ফোরিত হয়। হামলায় এখন পর্যন্ত ১৯ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইয়ান হপকিন্স নামে ম্যানচেস্টার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আপাতত এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে। আহতদের ম্যানচেস্টারের ছয়টি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলার পর পরই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা অনলাইনে উচ্ছ্বাস প্রকাশ করে। যুক্তরাজ্যভিত্তিকক জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ‘জিহাদওয়াচ’ আইএসের একটি টুইটের বরাতে জানায়, এ হামলা এক নতুন শুরুর ইঙ্গিত। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দাপ্তরিকভাবে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি আইএস।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানায়, হামলার পর পরই ঘটনাস্থলে উপস্থিত ২১ হাজার মানুষ বাঁচার জন্য ছোটাছুটি শুরু করেন। ততক্ষণে রক্তে ভেসে গেছে অ্যারেনার একাংশ। এই তুমুল হট্টগোলের মধ্যে ঘটনাস্থলে আসতে থাকে একের পর এক অ্যাম্বুলেন্স ও বোমা নিষ্ক্রিয়কারী দল।

পুলিশের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম জানিয়েছে, এক মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে কনসার্টের টিকিট বুথের পাশে। এ ঘটনার ঠিক দুই মাস আগে গত ২২ মার্চ জঙ্গি হামলার শিকার হয়েছিল যুক্তরাজ্য। সে সময়ে দেশটির হাউস অব কমনসের পাশে ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর গাড়ি নিয়ে উঠে পড়ে এক জঙ্গি। ওই হামলায় নিহত হয়েছিলেন পাঁচজন আহত হয়েছিলেন ৪০ জনেরও বেশি মানুষ।

এ ঘটনার ঠিক দুই মাস আগে গত ২২ মার্চ জঙ্গি হামলার শিকার হয়েছিল যুক্তরাজ্য। সে সময়ে দেশটির হাউস অব কমনসের পাশে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর গাড়ি নিয়ে উঠে পড়ে এক জঙ্গি। ওই হামলায় নিহত হয়েছিল পাঁচজন, আহত হয়েছিল ৪০ জনেরও বেশি মানুষ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন