এবার মাঝ আকাশে উধাও ভারেতর 30MKI ফাইটার জেট

  23-05-2017 05:41PM

পিএনএস ডেস্ক : মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল সুখোই ফাইটার জেট। রেডিও কানেকশন, রাডার – সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চিন সীমান্ত কাছাকাছি হওয়ায় এই বিমান নিয়ে আশঙ্কায় রয়েছে সেনা।

মঙ্গলবার সকালে অসমের তেজপুরে ভারতীয় বায়ুসেনার এই বিমান নিখোঁজ হয়ে যায়। ওই বিমানে দু’জন পাইলট ছিলেন বলে জানা গিয়েছে। ওই এয়ারক্রাফটকে খুঁজতে বড়সড় সার্চ অপারেশন শুরু করেছে বায়ুসেনা। আকাশে পাঠানো হয়েছে বিশেষ ফ্লাইং টিম।

এদিন সকালে অসমের তেজপুর থেকে বিমানটি ওড়ে। রুটিন ট্রেনিং মিশনের অংশ হিসেবেই উড়ছিল বিমানটি। সকাল ১১ টায় শেষবার খোঁজ পাওয়া যায় ওই এয়ারক্রাফটের। তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুখোই বিমানটি। এর আগে গত মার্চ মাসে রাজস্থানের বারমেরে ভেঙে পড়ে একটি সুখোই 30MKI ফাইটার জেট।

যদিও তাতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। সুখোই হল একটি মাল্টি রোল ফাইটার জেট, যা যে কোনও আবহাওয়াতেই কাজ করে। গ্রাউন্ড অ্যাটাক থেকে এয়ার কমব্যাট- সবেতেই সমানভাবে কার্যকরী এই বিমান। এটি একটি রাশিয়ান যুদ্ধবিমান।

পিএনএস /জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন