হামলার আশংকায় যুক্তরাজ্যের সব হাসপাতালকে প্রস্তুত থাকার নির্দেশ

  26-05-2017 12:47PM



পিএনএস ডেস্ক: সন্ত্রাসী হামলার আশংকায় যুক্তরাজ্যের সব হাসপাতাল এবং ২৭ নগরীর ট্রোমা সেন্টারকে প্রস্তুত থাকার জরুরি নির্দেশ দিয়েছে জাতীয় স্বাস্থ্য সার্ভিস বা এনএইচএস।

গত সোমবার ম্যানচস্টারের অ্যারেনা কনসার্টে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার পর এ সতর্ক বার্তা জারি করা হয়। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে বার্তায়, ব্রিটেনের আসন্ন ‘ব্যাংক হলিডে’তে নতুন করে সন্ত্রাসী হামলা হতে পারে বলেও আশংকা ব্যক্ত করা হচ্ছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্লিনিক্যাল ডিরেক্টর ফর ট্রোমা ক্রিস মর্গ্যান এ বার্তা জারি করেছেন। এতে আগামী দিনগুলোতে সম্ভব্য হামলার পরিপ্রেক্ষিতে চিকিৎসা সেবায় জড়িত কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

বার্তায়, বিস্ফোরণ এবং গুলিতে আহত রোগীকে সেবা দেয়ার জন্য শল্য চিকিৎসক দলকে প্রস্তুত থাকতে হাসপাতালের ট্রোমা কেন্দ্রগুলো নির্দেশ দেয়া হয়েছে।

২০০৮ সালের পর এই প্রথম এনএইচএস হাসপাতালগুলোর উদ্দেশে এমন হুঁশিয়ারি দেয়া হলো।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন