গ্রিসে পার্সেল বোমা বিস্ফোরণে সাবেক প্রধানমন্ত্রী আহত

  26-05-2017 03:04PM


পিএনএস ডেস্ক: পার্সেল বোমা বিস্ফোরণে গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস আহত হয়েছেন। তার পেটে এবং ডান পায়ে আঘাত লেগেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজধানীর একটি হাসপাতালে তার চিকিত্সা চলছে।

বিস্ফোরণের ফলে পাপাডেমোসের ড্রাইভারও আহত হয়েছেন।

পার্সেল বা লেটার বোমা হচ্ছে, চিঠি বা ডকুমেন্টসের খামে সেট করে দেয়া বোমা। যেটি প্রাপকের হাতে পৌঁছলেই কোনো না কোনোভাবে বিস্ফোরিত হয়।

২০১১ সালের নভেম্বরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট পরিস্থিতিতে পাপাডেমোস তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির গ্রিসের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১২ সালের মে মাস পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

গ্রিক সংবাদ সংস্থা এএনএ জানায়, ব্রাসেলসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানকারী বর্তমান প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাসকে এ বোমা বিস্ফোরণের খবর জানানো হয়েছে।

কয়েকটি সূত্রে বলা হয়, দুই ব্যাংকের কর্মকর্তাও সে সময় একই গাড়িতে ছিলেন, কিন্তু তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন