ভারতে জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি

  27-05-2017 11:54AM

পিএনএস ডেস্ক:ভারতের দিল্লি ও মুম্বাইয়ে জঙ্গি হামলায় আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলা হতে পারে পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত এলাকাতেও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লস্কর-ই-তৈয়বা এ হামলা চালাতে পারে।

প্রতিবেদনে বলা হচ্ছে, জঙ্গি সংগঠনটির ২০-২১ জন সদস্য পাকিস্তান থেকে হয়তো ভারতে ঢুকে পড়েছেন এবং ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়েছেন।

দিল্লি পুলিশের বিশেষ সেল এসব তথ্যের পরিপ্রেক্ষিতে সতকর্তা জারি করেছে। এতে বলা হয়েছে, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, পর্যটকদের কাছে প্রিয় হোটেলগুলো, জনবহুল বাজার, ধর্মীয় বিশেষ স্থানে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

গোয়েন্দারের আশঙ্কা জনবহুল কোনো স্থানে আত্মঘাতী হামলা চালানো হতে পারে।

মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের একজন গোয়েন্দা কর্মকর্তা সতর্ক করেছিলেন- পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ভারতে হামলার পরিকল্পনা করছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন