কলাগাছের জিনস!

  28-05-2017 01:48AM

পিএনএস ডেস্ক: চাঁদিফাটা গরমে বাইরে বের হওয়াই দায়৷ এর উপরে আবার সারা শরীরে বাড়তি বিরক্তিকর ঘাম৷ এমন অবস্থায় জিনসের পোশাকের সঙ্গে দূরত্ব তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক৷ সূর্যের তাপেই বাড়ে পাতলা ফিনফিনে সূতি আর মসলিনের কদর৷ তাতে অবশ্য কোনো ক্ষতি নেই৷

কিন্তু জিনস পরতে যারা ভালোবাসেন, তাদের নিশ্চয়ই পছন্দের জিনসের পোশাকটির কথা বারবার মনে পড়ে৷ তাদের কথা ভেবেই নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস তৈরি করেছেন চেন্নাইয়ের কিছু তাঁতি৷ তার পুরোটাই তারা তৈরি করেছেন কলাগাছ থেকে তৈরি সূতা দিয়ে৷ সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এমন খবর জানা যায়।

তাঁতিদের গ্রাম হিসেবেই পরিচিত ভারতের চেন্নাইয়ের অনকপুতুর গ্রাম৷ বংশানুক্রমে পোশাক তৈরি করে চলেছেন তারা৷ পূর্বপুরুষদের ঐতিহ্যের মর্যাদা যেমন রেখেছেন, তেমনি সময়ের সঙ্গে তালমিলিয়ে এনেছেন পরিবর্তন৷ করেছেন নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা৷ এই পরীক্ষা-নিরীক্ষার ফলই নয়া ইকো-ফ্রেন্ডলি জিনস৷

কেমন করে তৈরি হয় এই জিনস? প্রথমে কলাগাছ থেকে ছাল দড়ির মতো তুলে নিতে হয়৷ তারপর তা প্রচুর পরিমাণে পানিতে ভিজিয়ে রেখে আর রোদে শুকিয়ে সূতা তৈরি করতে হয়৷ সেই সূতা বুনেই তৈরি হয় জিনস ও স্কার্ট৷ এই জিনস বা স্কার্টের বোতামও ইকো-ফ্রেন্ডলি৷ কারণ ধাতু নয় তা তৈরি হয় নারকেলের শক্ত খোলা দিয়ে৷

ভারতীয় তাঁতিদের এই নয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছে জুট ওয়েভার্স অ্যাসোসিয়েশন৷ কারণ সাধারণ জিনসের তুলনায় এই ইকো-ফ্রেন্ডলি জিনসের কাপড় অনেকটাই নরম ও আরামদায়ক৷ এগুলো অনেকটা পাতলাও, যা গরমের মধ্যে অনায়াসেই পরে বের হতে পারেন সব বয়সের মানুষ৷

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন