সৌদিতে সিগারেট, কোমল পানীয়ের ওপর করারোপ

  29-05-2017 11:00AM


পিএনএস ডেস্ক: সিগারেট, কোমল পানীয় ও কার্বোনেটেড পানীয়র ওপর কর আরোপ করছে সৌদি আরব। আগামী ১০ জুন নতুন এ করারোপ শুরু হবে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে সৌদি আরবই প্রথম সিগারেটসহ পানীয়র ওপর কর আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। গতকাল রবিবার দেশটির জেনারেল অথরিটি অব জাকাতের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

এর আগে গত ২৩ মে জিসিসির জেনারেল সচিবালয় সিগারেট ও পানীয়ের ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়। এ ছাড়া কার্বোনেটেড পানীয়র ওপর ৫০ শতাংশ কর আরোপ করা হবে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এসব পণ্যের ওপর মূল্য সংযোজন করও (ভ্যাট) আরোপ করা হবে।

উপসাগরীয় আরব দেশেগুলোতে তামাক পণ্য ও শক্তি পানীয়র ওপর ১০০ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয় জিসিসি। সৌদিতে এ কর আরোপের সিদ্ধান্ত লঙ্ঘনকারীকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা গুণতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন