কোরিয় উপকূলে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তৃতীয় মার্কিন রণতরী

  29-05-2017 11:46AM


পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার উপকূলে আগেই দুটি মার্কিন বিমানবাহী রণতরী পৌঁছানোর পর তৃতীয় রণতরী পৌঁছানোর নির্দেশ দিয়েছে পেন্টাগন। ফলে কোরিয় উপকূলে দ্রুত গতিতে ছুটে চলছে মার্কিন রণতরী।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সোমবার ফের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এর ফলে উত্তেজনা আরো বৃদ্ধি পেল।

পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজকে মোতায়েন করা নির্দেশ দিয়েছে আমেরিকা। কোরিয় উপদ্বীপের কাছে মোতায়েন দুই মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যোগ দেওয়ার জন্য নিমিৎজকে মোতায়েন করা হবে।

পিয়ংইয়ংয়ের সঙ্গে যখন টানাপড়েন তুঙ্গে তখন ওই এলাকায় মোতায়েন হচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী। এক অঞ্চলে একই সঙ্গে মার্কিন তিন বিমানবাহী রণতরী মোতায়েনের ঘটনা খুবই বিরল বলে মার্কিন সংবাদ সূত্রে জানা যাচ্ছে।

পিয়ংইয়ংয়ের সাম্প্রতিক সামরিক তৎপরতার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ায় হয়ত আঘাত হানার নির্দেশ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন