আফগানিস্তানের তোরা বোরা পাহাড় আইএসের দখলে

  19-06-2017 02:17AM



পিএনএস ডেস্ক: আফগানিস্তানের বিখ্যাত তোরা বোরা পাহাড় এলাকা দখল করে নিয়েছে উগ্র জঙ্গি গোষ্টী আইএস। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকাটি গুহা এবং সুড়ঙ্গে পরিপূর্ণ।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী তালেবানের সঙ্গে কয়েক দিনের প্রচণ্ড যুদ্ধের পর এ এলাকা দখল করে নেয় আইএস।

ওই এলাকার পুলিশ কমান্ডার শাহ ওয়ালি বলেছেন, তোরা বোরায় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল কিন্তু লড়াই করে এ এলাকা দখল করেছে আইএস।

তিনি আরো জানান, অচিন জেলা দখল করার পর আইএস জঙ্গিরা দ্বিতীয় আরেকটি ঘাঁটির খোঁজ করছিল এবং এবারে তা পেয়েছে। অচিন জেলাও একই প্রদেশে অবস্থিত।

এদিকে আইএস জঙ্গিরা ঘোষণা করেছে, আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকার বা তালেবানের কাছ থেকে আরো এলাকা দখল করে নেয়া হবে বলেও ঘোষণা দিয়েছে আইএস কমান্ডার আবু ওমর খোরাসানি।

আফগানিস্তানের নানগারহার প্রদেশের দূরবর্তী এলাকাকে আল-কায়েদার সৌদি নেতা ওসামা বিন লাদেন গোপন আস্তানা হিসেবে ব্যবহার করেছেন। ২০০১ সালে পাকিস্তানে পালিয়ে যাওয়ার আগে এ এলাকায় তার ঘাঁটি ছিল। কয়েক বছর পর পাকিস্তানে অভিযান চালিয়ে তাকে হত্যা করেছিল মার্কিন কমান্ডো বাহিনী।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন