কাতারের বিরুদ্ধে দেয়া শর্তগুলো নমনীয় করতে সৌদির প্রতি তুরস্কের আহ্বান

  19-06-2017 02:43AM

পিএনএস ডেস্ক: উপসাগরীয় অঞ্চলের চলমান সঙ্কট সমাধানে শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলেট কাভুসোগলু সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, কাতারের বিরুদ্ধে দেয়া শর্তগুলো নমনীয় করার জন্য সৌদি বাদশার কাছে অনুরোধ জানানো হয়েছে। শর্তগুলো নমনীয় হলে সঙ্কটের দ্রুত সমাধান হয়ে যাবে বলে তুরস্ক মনে করে।

বাদশাহ সালমানের কাছে প্রেসিডেন্ট এরদোগানের বার্তা পৌঁছে দিয়ে উল্লেক করে কাভুসোগলু বলেন, ‘আমরা আশা করি যথাযথ উপায়েই এই সঙ্কটের সমাধান বের হবে। আর আমরা এতে সহায়তা করতে প্রস্তুত আছি।’

সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর ও আরো কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। মধ্যপ্রাচ্যের এই নজিরবিহীন এই সঙ্কট নিরসনে এগিয়ে এসেছে আঙ্কারা।
সূত্র: অ্যারাবিয়ান নিউজ

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন