লন্ডনে মসজিদের কাছে পথচারীদের ওপর হামলা

  19-06-2017 09:07AM


পিএনএস ডেস্ক: ব্রিটেনের লন্ডনে একটি মসজিদের কাছে পথচারীদের ওপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। লন্ডনের পুলিশ এ হামলাকে "গুরুতর ঘটনা" বলেই মনে করছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে, রোববার রাতে উত্তর লন্ডনে ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলায় পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয়া হয় এবং অনেকেই আহত হন।

এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করে যাচ্ছিলেন।

ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান "ইচ্ছাকৃত-ভাবে" মুসুল্লিদের ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে।

হামলার ঘটনার পরপরই অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে আসার পর সেখানে চরম বিশৃঙ্খলার চিত্র।

আহত একজনকে রাস্তায় সিপিআর দিতে দেখা যায় একজন ব্যক্তিতে। পাশেই মাথায় আগাত পাওয়া একজনকে তাৎক্ষণিক অস্থায়ী ড্রেসিং করা হয়। সূত্র: বিবিসি


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন