বাধা উপেক্ষা করেই কাশ্মীরে পাকিস্তানের বিজয় উদযাপন

  19-06-2017 03:24PM


পিএনএস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতীয় বাহিনীর বাধা উপেক্ষা করেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিজয় উদযাপন করেছেন উপত্যকার অধিবাসীরা।

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতে পাকিস্তান।

পাকিস্তানের বিজয়ে কাশ্মীরের লোকজন গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে আনন্দ মিছিল এবং আতশবাজির উৎসব করে। তরুণ-কিশোরেরা এ সময় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দেয়।

এর আগে খেলা চলার সময় কাশ্মীরের ক্রিকেট ভক্তরা বিভিন্ন টেলিভিশন দোকানের সামনে ভিড় জমায় এবং খেলা উপভোগ করে। ভারতের সঙ্গে পাকিস্তানের খেলায় কাশ্মীরের লোকজন সাধারণত পাকিস্তান দলকেই সমর্থন করে।

গতরাতের মিছিলের সময় কেউ কেউ বলেছেন, ‘এমন সময়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম; আজ স্বপ্ন সত্যি হয়েছে।’

একজন ক্রিকেট ভক্ত বলেন, পাকিস্তানের এ বিজয়কে উদযাপনের পাশাপাশি তিনি তার রাজনৈতিক চেতনারও বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। আমির নামে এ ভক্ত বলেন, ‘আজকের এ আনন্দের সঙ্গে রাজনীতিও মিশে রয়েছে।’

কাশ্মীরের আরেক ক্রিকেট ভক্ত বলেন, ‘আল্লাহ আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন