যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সমন্বয় বাতিলের ঘোষণা রাশিয়ার

  20-06-2017 02:05AM



পিএনএস ডেস্ক: সিরিয়ার আকাশসীমায় সোমবার থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের সহযোগিতা ও সমন্বয় বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া।

রবিবার মার্কিন বাহিনী রাকা শহরের কাছে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর এ ঘোষণা দিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর পাশাপাশি মস্কো বলেছে, সিরিয়ার যে এলাকায় রুশ সেনারা কাজ করছে তার মধ্যে এখন থেকে যেকোনো ধরনের বিমান, ড্রোন কিংবা উড়ন্ত যেকোনো বস্তুকে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শণাক্ত করবে।

রুশ মন্ত্রণালয় আরো বলেছে, রাকা অভিযানের সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য রাশিয়ার সঙ্গে কোনো রকমের সমন্বয় করে নি মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট। রবিবার সিরিয়ার বিমান ভূপাতিত করার ঘটনা আগাগোড়া তদন্ত করার জন্য রুশ মন্ত্রণালয় দাবি জানিয়েছে।

সিরিয়ায় যুদ্ধ অভিযান পরিচালনার সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়া ২০১৫ সালের অক্টোবর মাসে একটি চুক্তি সই করে। কিন্তু যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার সিরিয়ার সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং রবিবার সিরিয়ার বিমান ভূপাতিত করেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন