২০১৬ সালে সাড়ে ৬ কোটি মানুষ ঘরছাড়া: জাতিসংঘ

  20-06-2017 03:13AM

পিএনএস ডেস্ক: যুদ্ধ, সহিংসতা ও আভ্যন্তরীণ সংকটসহ নানা কারণে বিগত ২০১৬ সালে বিশ্বব্যাপী ৬ কোটি ৫৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের এক নতুন জরিপে দাবি করা হয়েছে।

এর মধ্যে রেকর্ড সংখ্যক ২ কোটি ২৫ লাখ আন্তর্জাতিক শরণার্থী এবং ৪ কোটি ৩ লাখ মানুষ আভ্যন্তরীণ কলহের কারণে নিজ দেশের ভেতরেই স্থানান্তরিত হতে বাধ্য হয়েছেন। এছাড়া, ২৮লাখ মানুষ ভিন দেশে আশ্রয়প্রার্থী (asylum seekers) হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (United Nations High Commissioner for Refugees -UNHCR)) আজ (সোমবার) প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এই তথ্য জানায়। গৃহহারা মানুষের এই সংখ্যা আগের বছরের (২০১৫) তুলনায় ৩ লাখ বেশি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রানডি (Filippo Grandi) বলেন, বাস্তুচ্যুত মানুষের ব্যাপারে তাদের গবেষণা ও তথ্য প্রকাশের পর এটাই সর্বোচ্চ সংখ্যক গৃহহারা মানুষের রেকর্ড।

কোন মতেই বাস্তুচ্যুত মানুষের এমন বিরাট সংখ্যাকে মেনে নেয়া যায় না এমন মন্তব্য করে ফিলিপো গ্রানডি আরো বলেন এই সংকট সমাধানে সহায়তা ও উদ্যোগের পরিমান বাড়াতে হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন