কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া তুরস্কের

  20-06-2017 04:49AM



পিএনএস ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সম্পর্কের চরম উত্তেজনার মধ্যে কাতারের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। রবিবার কাতারে পৌঁছেই তুরস্কের প্রথম সেনাদল যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি সেনারা তারিক বিন জিয়াদ সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের মহড়া চালিয়েছে।

গত ৫ জুন কাতারের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্পর্ক ছিন্ন করার পর তুরস্ক প্রথমে কিছুটা নিরপেক্ষ অবস্থান নিলেও পরে সরাসরি কাতারের পক্ষে অবস্থান নিয়েছে এবং কাতারে সেনা পাঠানোর জন্য সংসদে বিল পাস করেছে। তারই অংশ হিসেবে তুরস্ক তার প্রথম সেনাদল কাতারে পাঠায়।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তারা কাতারের ভাইদেরকে ছেড়ে যাবেন না।

বিশ্লেষকরা ধারণা করছেন, সিরিয়া ইস্যুতে তুরস্ক এখন যেমন ইরান ও রাশিয়ার সঙ্গে কাজ করছে সম্ভবত কাতারও সেই পথে এগুতে চাইছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন