গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৭৯

  20-06-2017 08:45AM

পিএনএস ডেস্ক:যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে লাটিমার রোডের 'গ্রেনফেল টাওয়ার' নামের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো নিখোঁজ আছেন ভবনের অনেক বাসিন্দা। সোমবার লন্ডন মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কান্ডি এক বিবৃতিতে নতুন এই সংখ্যা নিশ্চিত করেছেন।

স্টুয়ার্ট কান্ডি তার বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ভবনের প্রত্যেকটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একজন সদস্যকে হারিয়েছে। তিনি যোগ করেন, ভবনে নিহতদের পরিচয় নিশ্চিত করা ও যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ ভবন থেকে বের করাকে প্রাধান্য দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, অনুসন্ধান কাজ শেষ হতে 'বেশ কয়েক সপ্তাহ সময়' লেগে যাবে। পাশাপাশি এই ঘটনার একটি ব্যাপক তদন্ত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ জুন স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের উত্তর ক্যানসিংটন এলাকার গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এ ব্যাপারে ব্রিটেনের রাণী গভীর দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, নিখোঁজদের জন্য এখন প্রার্থনা করা ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্তের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে।

সূত্র: বিবিসি


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন