চীনে রোজা রাখায় ১০০ মুসল্লি গ্রেপ্তার

  21-06-2017 01:27AM


পিএনএস ডেস্ক: পবিত্র রমজান মাসে রোজা রাখা যাবে না। এই মর্মে জারি করা নিয়ম লঙ্ঘন করায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে চীন সরকার।

ঘটনার কেন্দ্র সেই জিনজিয়াং প্রদেশ। এখানকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় নিয় কানুন পালনে নিষেধাজ্ঞা জারি করেছে চীন।

জিনজিয়াং প্রদেশটির সঙ্গে মিশে রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাখাস্তান, কিরঘিজস্তান, পাকিস্তান ও আফগানিস্তান ও ভারত। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের মধ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট। বেশ কয়েকটি নাশকতার তদন্তে নেমে এসেছে এমনই তথ্য।

বিভিন্ন সময়ে জিনজিয়াং প্রদেশে নাশকতার অভিযোগ উঠেছে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে। সেই জেরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সরকারের জারি করা নিয়মের প্রতিবাদে বিক্ষোভে বার বার রক্তাক্ত হয়েছে জিনজিয়াং প্রদেশ। উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসাত্মক আন্দোলন চালানোর অভিযোগ উঠেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন