প্রত্যাহারের প্রশ্নই আসে না, ঈদের পর তুর্কি-কাতার যৌথ মহড়া হবে: তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী

  24-06-2017 01:33AM



পিএনএস ডেস্ক: কোনো চাপের মুখে কাতার থেকে তুর্কি সামরিক ঘাঁটি প্রত্যাহারের প্রশ্নই আসে না এমন কড়া মন্তব্য করে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইজিক বলেছেন, ঈদের পরে দোহায় তুর্কি-কাতার সেনাবাহিনীর যৌথ মহড়া হবে। তখন আরো এক হাজার সৈন্য সেখানে যাওয়ার কথা। একই সাথে বিমান বাহিনীর একটি টিমও প্রস্তুত রয়েছে।

কাতার থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহারে সৌদি আরব ও তার মিত্রদের দাবির প্রেক্ষিতে শুক্রবার দেশটির এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইজিক আরো বলেন, এভাবে কোনো দেশ থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি দুই দেশের পারস্পরিক সম্পর্কে হস্তক্ষেপের সমতুল্য।

ইজিক জানান, বর্তমানে কাতারে ৮৮ জন তুর্কি সেনা রয়েছেন। আরো সৈন্য সেখানে যাওয়ার অপেক্ষায় আছেন। কারো চাপের মুখে প্রত্যাহারের কোনো প্রশ্নই আসে না, বরং কাতারে সৈন্য আরো বাড়ানো হবে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন