আইএস ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া (ভিডিও)

  24-06-2017 02:10AM



পিএনএস ডেস্ক: যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র হামলায় আইএস জঙ্গি ঘাঁটিতে ব্যাপক ক্ষতি করেছে বলে জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রিজেট অ্যাডমিরাল এসেন, অ্যাডমিরাল গ্রিগোরোভিচ ও সাবমেরিন ক্রাসনোদার থেকে ছ’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। সিরিয়ায় আকরবাট টাউনের হামাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।

জানা গেছে, গত কয়েকদিন ধরে ২৪ ঘণ্টার নজরদারি চালানো হয় জঙ্গি ঘাঁটিতে। এরপর অন্ধকারে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকেই সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।

কিছুদিন আগেই আইএস শীর্ষনেতা বাগদাদিকে হত্যা করেছে বলে দাবি করে রাশিয়া। রাকায় এক বিমান হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি রাশিয়ার।


পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন