ফ্রিজ থেকে গ্রেনফেল টাওয়ারে আগুন

  24-06-2017 04:06AM



পিএনএস ডেস্ক: একটি কক্ষে রাখা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের গ্রেনফেল টাওয়ারে। লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভবনের বাইরের পলেস্তারা নিরাপদ ছিল না। এ ছাড়া ভবনটির অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও যথাযথ ছিল না। বিষয়গুলো বিবেচনায় নিয়ে হত্যার অভিযোগ এনে ভবন মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার চিন্তা করছে পুলিশ।

লন্ডনের কেনসিংটনে অবস্থিত ভবনটির ১৫১টি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত পাওয়া খবরে ৭৭ জন নিহত হওয়ার বিষয়টি জানা গেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছা করে ভবনটিতে আগুন ধরানো হয়নি।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সুপারিনটেনডেন্ট ফিওনা ম্যাককরম্যাক বলেন, টাওয়ারটিতে থাকা যেকোনো ব্যক্তির কথা শুনতে চায় পুলিশ।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও যুক্তরাজ্য সরকারের বিজনেস এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পলিসি বিভাগের তথ্য অনুযায়ী, যে ফ্রিজে আগুন ধরেছে, সেটি হটপয়েন্ট কোম্পানির এফএফ১৭৫বিপি মডেলের।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন