চীনে ভয়াবহ ভূমিধসে নিখোঁজ শতাধিক

  24-06-2017 12:08PM


পিএনএস ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। এদের সবাই মাটি চাপা পড়ে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

শনিবার ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ভূমিধসে সিচুয়ান প্রদেশের পাহাড় বেষ্টিত সিনমো গ্রামের অন্তত ৪০টি বাড়ি বিলীন হয়ে গেছে। পাহাড়ধসে বন্ধ হয়ে গেছে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত নদীও।

এদিকে ঘটনার পরপরই ভূমিধসে নিখোঁজ হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

চীনের পার্বত্য অঞ্চলগুলোতে ভূমিধস খুব পরিচিত বিষয়। বিশেষ করে ভারি বৃষ্টিপাতের সময় ভূমিধসের ঝুঁকি থাকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন