কাশ্মীরে স্বাধীনতাকামী নেতা গ্রেপ্তার

  24-06-2017 01:38PM


পিএনএস ডেস্ক: জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান এবং স্বাধীনতার দাবিতে আন্দোলনরত সংগঠনগুলোর জোট হুরিয়ত কনফারেন্সের নেতা ইয়াসিন মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ভারত অধিকৃত কাশ্মীর উপত্যকায় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে এই হুরিয়ত নেতার বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনে ভারত সরকার।

সামনেই হিজবুল কমান্ডর বুরহান ওয়ানির মৃত্যুর এক বছর পূর্ণ হবে। সেই সময় যাতে আবার আন্দোলন হতে না পারে সেই লক্ষ্যেই আঁটোসাঁটো করা হয়েছে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা।

ইয়াসিনকে শনিবার তার বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার চারার-ই-শরিফ অঞ্চলে ইয়াসিনকে জনসভা করতে নিষেধ করেছিল পুলিশ। কিন্তু পুলিশের কথা না মেনেই সেখানে জনসভা করে ইয়াসিন এবং সেখানে উস্কানিমূলক বার্তা দেয় বলেও অভিযোগ করা হয়। সূত্র: ইন্টারনেট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন