এই স্কুলে প্রতিদিন সকালে শিক্ষকরা বাচ্চাদের পা স্পর্শ করেন

  25-06-2017 07:42PM



পিএনএস ডেস্ক: হিন্দু ধর্মে প্রবীণ ব্যক্তির পা স্পর্শ করাকে সম্মান বলে বিবেচনা করা হয়। শিশুদেরও তাদের থেকে বয়সে বড় ব্যক্তিদের এবং শিক্ষকদের পা স্পর্শ করার শিক্ষা দেওয়া হয়।

এর বদলে তারা পায় আশীর্বাদ। কিন্তু এমন একটি স্কুল রয়েছে যেখানে এর পুরো বিপরীত কাজ করা হয়। মুম্বাই অবস্থিত এই স্কুলে প্রতিদিন সকালবেলায় শিক্ষকরা বাচ্চাদের পা স্পর্শ করে।

রুশিকুল গুরুকুল বিদ্যালয়ে নামে এই স্কুলে ঐতিহ্য তারা মনে করে অনুযায়ী মানুষের মধ্যে রয়েছে ঈশ্বর, শিশুদের মধ্যে থাকে ঈশ্বর। সেই কারণে তাদের পা স্পর্শ করার অর্থ হলো ঈশ্বরের পা স্পর্শ করার অনুরূপ।

গুরুকুলে এই চিন্তার ওপর ভিত্তি করে এই নিয়ম শুরু করা হয়েছে। যাতে বাচ্চাদের মধ্যে শিক্ষকদের প্রতি সম্মান বাড়ে। এর মাধ্যমে তারা সবাইকে সম্মান করতে শিখবে। ঘাটকোপারে অবস্হিত এই স্কুলটি মহারাষ্ট্র স্টেট সেকেন্ডারি স্কুল বোর্ড স্বীকৃতি প্রাপ্ত। এই স্কুলটি খব একটা বড় নয়।

এই স্কুলে শিক্ষকরা নতুন নতুন উপায় অবলম্বন করে বাচ্চাদের পড়ান। তবে এটি একটি সাধারণ স্কুল কিন্তু এখানে বাচ্চাদের যে শিক্ষাটা দেওয়া হয়ে সেটা এই স্কুলকে বিশেষ করে তোলে। - ইন্টারনেট

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন