শর্ত প্রত্যাখ্যান করায় কাতারকে এরদোগানের অভিনন্দন

  25-06-2017 11:48PM

পিএনএস ডেস্ক: সৌদি জোট কাতারকে যে শর্ত দিয়েছে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোগান। খবর তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু নিউজ এজেন্সির।

সৌদি জোটের দেয়া শর্ত প্রত্যাখ্যান করায় কাতারকে অভিনন্দন জানান তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান বলেন, আমরা মনে করি ওই ১৩ শর্ত আন্তার্জাতিক আইনের পরিপন্থী। ওই শর্ত প্রত্যাখ্যান করায় আমরা কাতারকে অভিনন্দন জানাই।

গত ৫ জুন সৌদি আরব প্রথম দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এরপর একে একে মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ইয়েমেন, জর্ডান এবং মালদ্বীপও একই ঘোষণা দেয়।

কাতারের সঙ্গে দেশগুলো সম্পর্ক ছিন্ন করার পর তুরস্ক কাতারকে সব ধরনের সহায়তা করার ঘোষণা দেয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন