জম্মু-কাশ্মীরে কেবল কার ছিঁড়ে ৭ জনের মৃত্যু

  26-06-2017 09:30AM

পিএনএস ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে কেবল কার ছিঁড়ে পড়ে ৭ জন নিহত হয়েছে। গুলমার্গে গোন্দোলা কেবল কারের একটি কেবিন কয়েক হাজার ফিট উপর থেকে নীচে পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ছিলেন এক দম্পতি ও তাদের দুই ছোট্ট সন্তান এবং এক স্থানীয় ব্যক্তি। এ ঘটনায় গোন্দোলা কেবল কার প্রজেক্টের অন্য কেবল কারে যারা আটকে রয়েছেন, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

নিহতরা হলেন- জয়ন্ত আন্দরসকর, মানশিয়া আন্দরসকর ও তাদের দুই মেয়ে অনাঘা ও জাহ্নবী। নিহতরা দিল্লির বাসিন্দা। এছাড়া মুখতার আহমেদ নামে এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়।

কাশ্মীরের গোন্দোলা কেবল কার পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩,৭৮০ ফিট উপর দিয়ে ভূস্বর্গ দর্শনের এই ব্যবস্থা শুরু হয় ১৯৯৮ সালে। তারপর থেকে এই কেবল কারে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নি।

জানা গেছে, রবিবার প্রবল বেগে বাতাস বইছিল। বাতাসের তোড়ে একটি গাছ ভেঙে পড়ে গোন্দোলা কেবল কারের দুটি টাওয়ারের মাঝে। তাতেই কেবল ছিঁড়ে নীচে আছড়ে পড়ে একটি কেবল কার।

এঘটনায় পর্যটক-সহ আটকে পড়ে আরো ১৫টি কেবল কার।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন