ফের ইরানে আটক ৫০

  26-06-2017 10:46AM

পিএনএস ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশ থেকে আরো ৫০ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার কারণে এসব ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত ৭ জুন ইরানের রাজধানী তেহরানে জোড়া সন্ত্রাসী হামলায় ১৮ জন নিহত হওয়ার পর সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যে গ্রেপ্তার অভিযান চলছে তার অংশ হিসেবে সর্বশেষ এ ৫০ জনকে আটক করা হলো।
প্রাদেশিক কৌঁসুলি নেমাত সাদেকি রবিবার সাংবাদিকদের জানান, তেহরানে সন্ত্রাসী হামলার পর কেরমানশাহ প্রদেশ থেকে এ পর্যন্ত সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত ৫০ জনকে আটক করা হয়েছে।
তিনি জানান, এসব ব্যক্তির কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে বিস্ফোরক বেল্ট, বোমা বিস্ফোরণের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নেমাত সাদেকি বলেন, সন্ত্রাসী চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে এবং কেরমানশাহ প্রদেশের সীমান্ত সম্পূর্ণভাবে ইরানি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন