ভারতে পালিত হচ্ছে ঈদ

  26-06-2017 11:24AM


পিএনএস ডেস্ক: মুসলমান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে ভারতের৷ ভারতের ২২ কোটি মুসলমান ঈদ পালন করছেন। আজ সকাল থেকেই ইদের আনন্দে মেতে উঠেছেন ভারতবাসী।

এর আগেই আরব দুনিয়া সহ কয়েকটি দেশে সাড়ম্বরে উৎসব পালিত হয়েছে৷ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ঈদ৷

উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, বহুত্ববাদ দেশের শক্তি, ইদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাই৷

উৎসব নির্বিঘ্ন করতে ভারতের রাজধানী দিল্লি সহ দেশের সর্বত্র কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে৷

কলকাতাতেও প্রতিবারের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় উৎসব পালিত হচ্ছে৷ সোমবার সকালে দিল্লির জামা মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ইদের বিশেষ নামাজ৷ একইসঙ্গে অন্যান্য মহানগর যথা, মুম্বই, কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদ সহ সর্বত্র পালিত হচ্ছে ইদ৷

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন