সৌদি জোটের বিরুদ্ধে তুরস্কের শক্ত অবস্থান, কাতারে তুর্কি সামরিক ঘাঁটি নির্মাণ শুরু

  28-06-2017 09:14AM


পিএনএস ডেস্ক: মধ্যপ্রাচ্যে সৌদি জোটের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে তুরস্কের সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী এরই মধ্যে কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি নির্মাণ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

কাতারে তুরস্কের ঘাঁটি নির্মাণ শেষ হলে আরো ৫ হাজার সেনা দেশটিতে মোতায়েন হবে। তুরস্কের সেনাবাহিনীর ৩ সদস্যের এক প্রতিনিধিদল বিষয়টি নিয়ে দোহায় আলোচনার পর ফিরে গেছেন। খবর ইয়েনিসাফাকের।

এছাড়া কাতারে তুরস্কের সেনারা নির্মাণ কাজেও অংশ নেবে। তারপর তাদের ঘাঁটিতে মোতায়েন করা হবে। এছাড়া সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন সহায়তা দেবে তুরস্ক। তবে কাতারে সামরিক ঘাঁটি নির্মাণ কতদিনে শেষ হবে তা এখনো বলা হয়নি।

বর্তমানে কাতারে তুরস্কের ৯০ জন সেনা রয়েছে। রয়েছে ৫টি আর্মড ক্যারিয়ার। তুরস্কের সেনারা কাতারে তারেক বিন জায়েদ সামরিক ঘাঁটিতে সামরিক প্রশিক্ষণে অংশ নিয়ে থাকেন বলে জানা গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন