কাতারের বিরুদ্ধে আরো হুমকি আমিরাতের

  29-06-2017 05:16AM

পিএনএস ডেস্ক: কাতারের বিরুদ্ধে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওমর গোবাশ। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মিত্র যেসব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখবে তাদের সঙ্গে আবুধাবি সম্পর্ক কমিয়ে আনবে।

দ্যা গার্ডিয়ান-কে বুধবার আমিরাতের কূটনীতিক এসব কথা বলেন। তিনি বলেন, ‘কাতারকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি থেকেই শুধুমাত্র বহিষ্কার করা হবে না বরং দোহার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে।’

ওমর গোবাশ জানান, যেসব দেশ কাতারের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবে তাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, ‘এসব ব্যবসায়িক পার্টনারকে শর্ত দেয়া হবে যে- আপনারা যদি আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে আপনাদের সুবিধামতো পথ বেছে নিন। পাশাপাশি কাতারকে দেয়া শর্ত যদি দোহা মেনে না নেয় তাহলে তাকে বিদায় জানানো হবে এবং বলা হবে আপনাকে আর আমাদের তাবুতে থাকার প্রয়োজন নেই।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন